নায়ক হবার স্বপ্নে মমকে হারালেন মীর সাব্বির
প্রত্যন্ত অঞ্চলের এক ছেলে জামাল। ঢাকা শহরে আসে কাজের উদ্দেশ্যে। কিন্তু টাকা ছাড়া কোথাও সুযোগ হয় না তার। গ্রামের সহজ-সরল মেয়ে পারুল ভালোবাসে ছেলেটিকে।
জামালের ভীষণ ইচ্ছে সে নায়ক হবে। তার এই নায়ক হতে গিয়ে সে মানুষের সঙ্গে নানা প্রতারণা করতে শুরু করে মিথ্যে কথা বলে বলে। শুধু তাই নয়, নিজের সেই স্বপ্নকে পূরণ করতে গিয়ে ভালোবাসার মানুষ পারুলকেও হারায় সে। যখন তার বোধোদয় হয় তখন কিছুই করার থাকে না। এমনই গল্পে নির্মিত নাটক ‘ধন্যবাদের অন্যবাদ’।
এই নাটকে জামাল চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির। আর প্রেমিকা পারুল চরিত্রে দেখা যাবে লাক্স তারকা খ্যাত চিত্রনায়িকা জাকিয়া বারী মমকে।
বরেণ্য নির্মাতা হানিফ সংকেত এর রচনা ও পরিচালনায় নির্মিত নাটকটি এটিএন বাংলায় শুক্রবার (১৪ অক্টোবর) রাত ১১ টায় প্রচার হবে।
এখানে মীর সাব্বির এবং মম ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সাঈদ বাবু, সোলায়মান খোকা, জিয়াউল হাসান কিসলু, সুভাশিষ ভৌমিক, শিরিন আলম, শামীমা নাজনীন, তারিখ স্বপন, জামিল, সিমা, নজরুল ইসলামসহ আরও অনেকে। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয়।
মন্তব্য চালু নেই