নায়ক নাগার্জুনের ছেলের বউ হচ্ছেন জনপ্রিয় এই নায়িকা, যা জানালেন হবু বর

ভারতের দক্ষিনী সিনেমার জনপ্রিয় অভিনেতা নাগার্জুনের ছেলের বউ হচ্ছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। নাগার্জুনের ছেলে অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে রোববার বাগদান সম্পন্ন করেছেন সামান্থা।

রোববার নাগার্জুন মাইক্রোব্লগিং সাইট টুইটারে বাগদানের ছবি শেয়ার করেছেন।

পারিবারিকভাবেই তাদের বাগদানের অনুষ্ঠান সম্পন্ন হয়। তবে এ দুই তারকার মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল।

২০১০ সালে ‘ইয়ে মায়া চিসেব’ সিনেমার মাধ্যমে প্রথম দুজনে একসঙ্গে অভিনয় শুরু করেন। এরপর ২০১৪ সালে ‘মানাম’ সিনেমায় আবারও একসঙ্গে অভিনয় করেন সামান্থা ও চৈতন্য।

চলতি বছরে জনপ্রিয় এই জুটি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন বলে জানিয়েছেন চৈতন্য। তবে বিয়ের পরও সামান্থা সিনেমায় অভিনয় করে যাবেন বলে জানিয়েছেন ৩০ বছর বয়সী এ অভিনেতা।

সংবাদ সস্থা আইএএনএসকে দেয়া এক সাক্ষাৎকারে চৈতন্য বলেন, সামান্থা তার প্রতিভার জন্যই এতো জনপ্রিয় একজন অভিনেত্রী হতে পেরেছেন। আমি চাই না বিয়ের জন্য ওর ক্যারিয়ার শেষ হয়ে যাক।

তিনি বলেন, আমি আগেও তাকে অভিনয়ের জন্য উৎসাহ দিয়েছি। বিয়ের পরেও তাই করবো। -এনডিটিভি।



মন্তব্য চালু নেই