নায়ক এটিএম নায়িকা অপু!

এটিএম শামসুজ্জামান এবং অপু বিশ্বাস। বয়স এবং ক্যারিয়ার বিচারে আকাশ-মাটি ব্যবধান। তাতে কি! বয়সটাকে তুচ্ছ করে এবার নায়ক হিসেবে অপুর বিপরীতে ঠিকই দাঁড়াচ্ছেন শক্তিমান এ অভিনেতা।

আবদুল মান্নানের ‘পাংকু জামাই’ ছবিতে একসঙ্গে অভিনয় করছেন তারা। শনিবার থেকে এফডিসিতে এর শ্যুটিং শুরু হয়েছে। পরিচালক জানান, ছবির গল্পে দেখা যাবে, এ টি এম শামসুজ্জামান অপুকে খুব ভালোবাসেন। তাকে নিয়ে দিনে-রাতে রোমান্টিক স্বপ্ন দেখেন। কল্পনায় অপুকে নিয়ে ভালোবাসার গানে মেতে ওঠেন। সবমিলিয়ে মজার একটি বিষয়। দর্শকরা এই অসম প্রেমিক জুটির পর্দার কর্মকান্ড বেশ উপভোগ করবে বলেই আশা করছেন তিনি।

জানা যায়, এটিএম-অপু বিশ্বাসে’র রোমান্টিক গানটির শ্যুটিং হবে আগামী সপ্তাহে, বিএফডিসিতে।

এদিকে ‘পাংকু জামাই’ ছবির একটি অংশে অপু বিশ্বাসের নায়ক হিসেবে এটিএম শামসুজ্জামানকে পাওয়া গেলেও, ছবির মূল নায়ক হিসেবে থাকছেন শাকিব খান।



মন্তব্য চালু নেই