নাহার সিস্টারদের যে ভিডিও সাড়া ফেলেছে ফেসবুকে ( ভিডিও )

ফেসবুকে কত ভিডিও-ই আমরা দেখি। তরুন তরুনীরা তাদের মনের মাধুরী মিশিয়ে তৈরি করেন অনেক ভিডিও। কিন্তু তার কয়টা মনে দাগ কাটে বা হাজার হাজার লাইক-শেয়ার হয়?
বাংলা সিনেমার গানের বিবর্তন নিয়ে অনেক মজার একটা ভিডিও শেয়ার করছি এখন। TahseeNation আর The Nahar Sisters মিলে দারুণ এই ভিডিও টা বানিয়েছে। তাহসিনের গান সিলেকশন আর সম্পাদনায় দারুণ পারফরমেন্স করেছে নাহার সিস্টাররা। পুরোনো দিনের গানের পাশাপাশি নতুন গানগুলো এই ভিডিও টাতে নতুন ভাবে দেখে যে কেউ মজা পেতে পারে। ইংলিশ বা হিন্দি ভার্সনের পর এই বাংলা গানের ভিডিও টা দেখার সময় অদ্ভুত এক আনন্দ কাজ করতে পারে, আপনি নিজেও গানের তালে তালে নাচা শুরু করে দিতে পারেন…
তাহলে নীচে দেখুন সেই ভিডিওটি

































মন্তব্য চালু নেই