নাসিরের ২৫ হাজার টাকা জরিমানা
আবাহনী-প্রাইম দোলেশ্বর ম্যাচে তামিম ইকবালই শুধু আম্পায়ারদের সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন। এতদিন এটাই জানতো সবাই। তবে ওই ম্যাচে বাজে আচরণ করেছিলেন প্রাইম দোলেশ্বরের অলরাউন্ডার নাসির হোসেনও। এ কারণে তার ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আবাহনী-প্রাইম দোলেশ্বর ম্যাচের ভাগ্য নির্ধারণে গঠিত বিশেষজ্ঞ কমিটি দুটি সভা শেষে সুপারিশসহ তাদের রিপোর্ট জমা দেয় বিসিবি প্রেসিডেন্টের কাছে। সেই রিপোর্টের আলোকেই বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন এই শাস্তির ঘোষণা দেন।
আজ আবাহনী-প্রাইম দোলেশ্বর ম্যাচের পর সাংবাদিকদের সামনে উপস্থিত হয়ে শাস্তির কথা ঘোষণা করেন বিসিবি প্রেসিডেন্ট। ওই ম্যাচে আম্পায়ারের সঙ্গে দুর্ব্যবহারের কারণে তামিম ইকবালকে ১ লাখ টাকা জরিমানা এবং এক ম্যাচের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়।
একই সঙ্গে প্রাইম দোলেশ্বর এবং আবাহনীর ম্যাচ পুনরায় আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। আগামী ২৪ জুন এই ম্যাচটি অনুষ্ঠিত হবে।
মন্তব্য চালু নেই