নাশকতার মামলায় উপজেলা ভাইস চেয়ারম্যান বরখাস্ত
চারঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব ড. জুলিয়া মঈন স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশ বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে ফ্যাক্সযোগে পাঠানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল সাবরিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ভাইস চেয়ারম্যান নাজমুল হকের বিরুদ্ধে নাশকতাসহ ৪টি মামলার অভিযোগপত্র আদালত কর্তৃক গৃহীত হওয়ায় তার দ্বারা উপজেলা পরিষদের ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থী। তাই ১৯৯৮ উপজেলা পরিষদ (সংশোধিত) ২০১১ আইন অনুসারে তাকে সাময়িক বরখাস্ত করা হয় বলে উল্লেখ করা হয়।
উপজেলা ভাইস চেয়ারম্যান ও জামায়াতে ইসলামীর উপজেলা আমীর নাজমুল হক বর্তমানে নাশকতার একটি মামলায় কারাগারে আটক রয়েছেন।
এদিকে নাশকতাসহ কয়েকটি মামলার আসামী উপজেলা চেয়ারম্যান আবু সাইদ চাঁদ গ্রেপ্তার এড়াতে ৬৫ দিন যাবৎ অফিস না করায় উপজেলা পরিষদের কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল সাবরিন।
মন্তব্য চালু নেই