নালিতাবাড়ীতে নেতৃত্বের শক্তি প্রদর্শনের মে দিবস উদযাপন

নালিতাবাড়ী উপজেলায় আওয়ামীলীগের পদ বঞ্চিত নেতারা নিজেদের শক্তি প্রদর্শনের লক্ষ্যে আলাদা আলাদা ভাবে ব্যাপক পরিসরে মে দিবসের কর্মসূচী পালন করেছে।

১মে শেরপুর জেলা ট্রাক ট্যাংকলড়ি-কাবার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন নালিতাবাড়ী উপ-কমিটির ব্যানারে দিন ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের নের্তত্ব দেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান লেবু। তিন পর্বে দিনব্যাপী অনুষ্ঠানের সকাল ৭টায় শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে পতাকা উত্তোলন ও মাহফিল। বিকাল ৪টায় হাজার হাজার শ্রমিকের সমন্বয়ে হাতি-ঘোড়া, ঢাক-ঢুল নিয়ে বর্ণাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিণ করেছে।

এসময় নালিতাবাড়ী উপজেলা শহর মিছিলে পরিপূর্ণ হয়ে যায়। পরে শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করে শেরপুর জেলা ট্রাক ট্যাংকলড়ি-কাবার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন নালিতাবাড়ী উপ-কমিটির সভাপতি মোকছেদুর রহমান লেবু, এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ ছালাম। বিশেষ অতিথি বীরমুক্তিযোদ্ধা রুহুল আমীন ও বীর মুক্তিযোদ্ধা আছমত আলী।

এরপর রাত ৯টায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্ঠান। এ সময় প্রধান অতিথি ছিলেন মোকছেদুর রহমান লেবু। বিশেষ অতিথি চলচিত্র পরিচালক সাইদুর রহমান সাইদ, রেডিও ওয়াহিদের চেয়ারম্যান আবুল কাশেম সেন্টু, শেরপুর জেলা ট্রাক ট্যাংকলড়ি-কাবার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন নালিতাবাড়ী উপ-কমিটির সাধারণ সম্পাদক কামরুল হাসান জাবেদ।

কারমীন সিদ্দিকা সোহাগী ও এডভোকেট ইয়াছমিন আক্তার এর উপস্থাপনায় অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন- কন্ঠ শিল্পি ফেরদৌস ওয়াহিদ, ফাহমিদা হক আপন, পপ তারকা তমালিকা বর্মন, মহিদুল ইসলাম ও পাওয়ার ভয়েস শিল্পি হাসনা হেনা।

একই দিনে রাজমিস্ত্রি শ্রমিক ইউনিয়নের ব্যানারে অপর একটি সমাবেশে সারাদেশে ‘শান্তির জন্য অবস্থান কর্মসূচী’র অংশ হিসাবে নালিতাবাড়ী উত্তর বাজারে এক পথ সভায় বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম।

এসময় তিনি দুঃখ করে বলেন, আমার কষ্ঠ হয়, যেদিন আওয়ামীলীগ আমাকে রাজাকার বলেছিল মুক্তিযোদ্ধারা টু শব্দটি করেনি। দেশের এ পরিস্থিতিতে আলোচনার কোন বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

২ মে শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে মে দিবস উদয়াপন উপলক্ষে আলোচনা সভা তারাগঞ্জ দক্ষিণ বাজার যোগানিয়া ইউনিয়ন পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান, বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান কেন্দ্রীয় কৃষকলীগের সহসভাপতি আলহাজ্ব কৃষিবিদ বদিউজ্জামান বাদশা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি মফিজ উদ্দিন তালুকদার, সাকেব সাংগঠনিক সম্পাদক মুক্তারুজ্জামান, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সরকার গোলাম ফারুক, তৌহিদুল ইসলাম খোকন, সহ অনেক নেতাকর্মী ।

একই দিনে একই সময়ে শহীদ মুক্তিযোদ্ধা মঞ্চে বর্তমান আওয়ামীলীগ সমর্থিত শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অপরদিকে আজ ৩মে নালিতাবাড়ী আড়াইআনী বাজারে বটবটি চালক শ্রমিক কল্যাণ সমিতির আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আঃ হালিম উকিল সাহেব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।



মন্তব্য চালু নেই