নারী দেহে একি বিস্ময়কর পেইন্টিং নাকি চোখের ধাঁধা?

বডি পেইন্টিং এখন খুবই জনপ্রিয়। প্রতিভাবান শিল্পীরা তুলির আঁচড়ে মানব শরীরে তুলে আনেন দারুণ সব ছবি। হঠাৎ দেখে চোখের ভুল বলে মনে হবে। তবে একটু ভালো করে তাকালেই দেখা যাবে কী অসাধারণভাবে আঁকা হয়েছে ছবিগুলো।
শুধুমাত্র দুই হাতের সাহায্যে করা সাপের চমৎকার একটি পেইন্টিং।
এই ছবিতে শিল্পী জোহানেস স্টটার তুলে ধরেছেন পাতা ঝরার মৌসুম।
হাতের সাহায্য তৈরি ক্যামেলিয়নের পেইন্টিংটি আসল না নকল বুঝতেই ধাঁধা লেগে যায়।
শরীরে উঠে এসেছে কালপুরুষের চিত্র।
এ বডি পেইন্টটি করেছেন শিল্পী টিম এনগেল।
শিল্পীর নাম গুইডো ড্যানিয়েল দুই হাতের আঙ্গুলের সাহায্যে দারুণ এক ঈগল তৈরি করেছেন তিনি।
শিল্পী জেসিন মারওয়েডেল সি হর্সটি তৈরি করেছেন।
পাঁচ জন শিল্পীকে নিয়ে ব্যাঙের এই আর্ট তৈরি করেছেন বিখ্যাত বডি পেইন্টার জোহানেস স্টটার।
চমৎকার এ হাতির চিত্রটি তৈরি করেছেন শিল্পী ক্রেগ ট্রেসি।
এই বডি আর্টেরও শিল্পী ক্রেগ ট্রেসি।
সিংহের এই পেইন্টিং দেখে সত্যিই মুগ্ধ হতে হয়।
বুঝতে পারছেন হাত না সত্যি বিড়াল?
মন্তব্য চালু নেই