নারী দিবসে কেইমুর আয়োজন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জনপ্রিয় অনলাইন শপ কেইমু চালু করেছে ওমেন্স ডে বিভাগ। নারী দিবসের বিভিন্ন উপহার নিয়ে বিভাগটি সাজানো হয়েছে।

এই বিভাগে নারীদের বিভিন্ন অলঙ্কারের পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ঘড়ি, ব্যাগ, মেকআপ সামগ্রীসহ বিভিন্ন ধরনের প্রসাধনী। এক ক্লিকেই ঘরে বসেই হাজারও পণ্যের মাঝ থেকে বেছে নেওয়া যাবে নারী দিবসের যাবতীয় উপহার ও আনুষাঙ্গিক সামগ্রী।

কেইমুর ওমেন্স ডে বিভাগের উপহারগুলো অন্যান্য ই-কমার্স সাইটের তুলনায় একেবারেই আলাদা। তাই ঘরে বসেই খুব কম সময়ে কেনাকাটা করতে ঘুরে আসতে পারেন www.kaymu.com.bd/womens-day এই ঠিকানা থেকে।



মন্তব্য চালু নেই