নারীর প্রতি সহিংসতামূলক পোস্টে ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা

নারীর প্রতি সহিংসতামূলক এবং সন্ত্রাসীমূলক কনটেন্ট সম্পর্কে অভিযোগ করলে ফেসবুক ৪৮ ঘণ্টার মধ্যে সাড়া দেবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

জানুয়ারির ১২ তারিখ থেকে ২১ তারিখ পর্যন্ত তারানা হালিম সিঙ্গাপুর ও মালয়েশিয়া সফর করেন। সফরে তার উল্লেখযোগ্য অগ্রগতি নিয়ে আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান।

তারানার এই সফরে মাইক্রোসফট, গুগল, ফেসবুকে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হয়। এছাড়াও মালয়েশিয়া ও সিঙ্গাপুর সরকারের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠকে বসেন তিনি।

তারানা হালিম জানান, তিনি বাংলাদেশে ফেসবুকের অ্যাডমিন বসানোর আগ্রহের বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে। ফেসবুক জানিয়েছে, আপাতত বাংলাদেশে অ্যাডমিন বসছে না। কিন্তু বাংলাদেশের নিরাপত্তা জনিত অভিযোগগুলো নিয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। সেই সঙ্গে অভিযোগের প্রেক্ষিতে নেয়া পদক্ষেপগুলো বাংলাদেশকে অবহিত করা হবে।



মন্তব্য চালু নেই