নারীর পেটে ২ কোটি ৩৪ লাখ টাকার হীরা!

নারীর পেটে ৩ লাখ ডলারের হীরা, বাংলাদেশি টাকায় ২ কোটি ৩৪ লাখ ( ১ ডলার = ৭৮ টাকা ধরে) ! এমন ঘটনা শুনলে অবাক করারই কথা।

ওই নারীকে ব্যাংককের বিমানবন্দর থেকে আটক করা হয়।

ব্যাংককে চোর সন্দেহে আটক এক চীনা নারীর অন্ত্রে অস্ত্রোপচার করে ৩ লাখ ডলার মূল্যের হীরক খণ্ডটি উদ্ধার করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, ব্যাংককে অলঙ্কারের একটি প্রদর্শনী থেকে ছয় ক্যারেটের হীরক খণ্ডটি ওই নারী চুরি করে তা গিলে ফেলে।

চুরির সময় প্রদর্শনীর নিরাপত্তা ক্যামেরায় তা ধরা পড়লে তাতে বিপত্তি বাধে।

থাইল্যান্ড ত্যাগ করার সময় ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে তাকে আটক করা হয়। এসময় তার পুরুষ সহযাত্রীকেও আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে ওই নারী চুরির কথা বারবার অস্বীকার করলেও এক্স-রে করে তা ধরা পড়ে।

কিন্তু এক্স-রে করে দেখা যায়, হীরক খণ্ডটি তার পাকস্থলি পেরিয়ে অন্ত্রের ভেতর রয়েছে।

তাকে নানা ধরনের ওষুধ সেবন করিয়ে হীরক খণ্ডটি বের করার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে পায়ুপথে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়া হয়। এতে হীরক খণ্ডটি উদ্ধার কার হয়। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সূত্র : বিবিসি



মন্তব্য চালু নেই