নারীর জন্য সরব বলিউড
আজ আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বব্যাপী পালন হচ্ছে আজকের এই দিন। পিছিয়ে নেই বলিউড তারকারাও। তবে বলিউড তারকাদের মধ্যে অনেকেই আবার মনে করেন নারী যেখানে তাদের সারা জীবন উৎসর্গ করেন, তখন একটি দিন পালন করলে সত্যই কি নারী তার যথাযথ মর্যাদা পান?
নারী দিবস উপলক্ষে বলিউড তারকা অমিতাভ বচ্চন, ফারাহ খান এবং করণ জোহর টুইটারে তাদের ভক্তদের উদ্দেশ্যে বলেছেন তারা যেন প্রতিটি দিনই নারীর প্রতি সম্মান প্রদর্শন করেন। টুইটারে প্রকাশিত তাদের বার্তাগুলো ছিল এমন-
অমিতাভ বচ্চন: ‘নারী দিবস’? নারীদের জন্য মাত্র একটি দিন? কিন্তু একজন নারী তার জীবনের প্রতিটি দিন উৎসর্গ করে!
সোনাক্ষি সিনহা: আমাদের জন্য মাত্র একটি দিন উৎসর্গ করা হল কেন যখন প্রতিটি দিনকেই আমরা আমাদের দিন বানানোর ক্ষমতা রাখি? অনেক বেশি ক্ষমতা তোমাদের, আজকেও এবং সবসময়ের জন্যও!
নেহা ধুপিয়া: নারীত্বকে উদযাপন করুন। কেননা এর চেয়ে সুন্দর আর কিছু নেই।
ফারাহ খান: যারা নারীদের জন্য শুধু আজকের দিনটি পালন করতে চান, তাদের জন্য আমার দুটো শব্দ বলার আছে। আর তা হল- গেট লস্ট!
আলিয়া ভাট: মানুষ যা মনে করে আমরা তার থেকেও অনেক বেশি শক্তিশালী। মেয়েদের/নারীদের ক্ষমতা অনেক বেশি। নারী দিবসের শুভেচ্ছা!
মন্তব্য চালু নেই