নারীর ক্ষমতায়ন ও বাল্য বিবাহ রোধে কমলগঞ্জে জয়িতা ক্যাম্পেইন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল এর আয়োজনে নারীর ক্ষমতায়ন ও বাল্য বিবাহ রোধে জয়িতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে কমলগঞ্জ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম।
হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল উপজেলা শাখার সভাপতি শাব্বির এলাহীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পিন্টু দেবনাথ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা পরিষদের সভানেত্রী মুন্না দেবরায়, হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল, ইউকে এর সভাপতি আনোয়ার মুরাদ, বাংলাদেশ হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল এর নির্বাহী সম্পাদক এস এম কাইয়ুম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ: প্রধান শিক্ষক মোঃ তাজ উদ্দিন, শিক্ষক কৃষ্ণ কুমার সিংহ, প্রেসক্লাব সভাপতি এম এ ওয়াহিদ রুল, সহ-সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, সাংবাদিক বিশ্বজিৎ রায়, আসহাবুর ইসলাম শাওন, হিউম্যান এর কেন্দ্রীয় সদস্য রাশেদ মানিক প্রমুখ। সভায় কমলগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের ৮ম, ৯ম ও ১০ শ্রেণী প্রায় তিনশতাধি শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০৩০ সালের মধ্যে নারী পুরুষের সমকক্ষতা অর্জনে নারীদের সাহসের সঙ্গে এগিয়ে চলার প্রত্যেয় নিয়ে ব্লু বার্ড সংস্থা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। স্কুল/কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের সচেতনতা এবং মানসিক চিন্তা বৃদ্ধি করতে “জয়িতা ক্যাম্পেইন” পরিচালনা করা হয়। পর্যায়ক্রমে সমগ্র বাংলাদেশের সকল স্কুল/কলেজ গুলোতে ক্যাম্পেইন করার পরিকল্পনা রয়েছে।
সমন্বিত দৃষ্টিভঙ্গি পরিবর্তনের মাধ্যমে “বাল্যবিবাহ” বন্ধ হতে পারে। বাল্যবিবাহ হওয়ার কারণে একজন মেয়ে/নারীর ভবিষ্যত স্বপ্ন ভেঙ্গে যায়। যার ফলে মেয়েদের মানসিক, শারীরিক, পারিবারিক এবং সামাজিক সমস্যা ব্যাপক আকারে ভোগ করতে হয়।
একজন নারীর পিছিয়ে থাকার মূল প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে সহিংসতা, নির্যাতন, যৌন হয়রানী এবং আর্থ-সামাজিক প্রেক্ষাপট। তাই বাল্যবিবাহ রোধে সকলের সহযোগীতার পাশাপাশি জয়িতা ক্যাম্পেইনের মাধ্যমে মেয়েদের ও পরিবারের মানসিক পরিবর্তনের লক্ষেই ব্লু বার্ড সংস্থার এই বিশেষ ক্যাম্পেইন।
সভা শেষে হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল কমলগঞ্জ আঞ্চলিক কমিটির আয়োজনে কমলগঞ্জ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয় সংলগ্ল রাস্তায় কুমিল্লা ভিক্টেররিয়া কলেজে অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী সোহাগী জাহান তনু’র নৃশংস হত্যাকান্ডের বিচার দাবীতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মন্তব্য চালু নেই