নারীরা এই ১০ পেশার পুরুষের প্রতি সবচেয়ে বেশি আকৃষ্ট
যেকোনো নারী জীবনসঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠিত পুরুষ খোঁজেন। সেই প্রতিষ্ঠিত পুরুষের মধ্যে আবার পেশাগত দিকটিও বিবেচনা করেন তারা। কেননা একেক জনের রুচি একেক রকম। আর তাই এমন ১০টি পেশা বেছে নেয়া হয়েছে যার প্রতি নারীরা বরাবরই আকৃষ্ট হন।
তাহলে জেনে নিন ‘এ হার্ট টু উইন’র তালিকায় কোন ১০টি পেশা রয়েছে—
সৈনিক: দেশরক্ষার মতো মহান কাজে যিনি নিজেকে নিয়োজিত করেছেন। সেই পুরুষের কাছে মন সঁপে দিতে প্রস্তুত থাকে যেকোনো নারী।
পাইলট: অ্যাডভেঞ্চার, রোমান্স, অর্থ— কী নেই এই পেশায়? পাইলটরা তাই সহজেই জয় করে নেন নারীদের মন।
চিকিৎসক: মানুষের সেবায় তারা নিবেদিত। অর্থও কম আসে না এ পেশায়। তাই চিকিৎসকদের বরাবরই একটু আলাদা দৃষ্টিতে দেখেন নারীরা।
ব্যবসায়ী: একটু একটু করে ব্যবসার উন্নতি, পরিশ্রমের মাধ্যমে নিজের অর্থনৈতিক সমৃদ্ধিকে ভালো না বেসে পারেন না নারীরা।
সফটওয়্যার ইঞ্জিনিয়ার: দেশে ইঞ্জিনিয়ারের তো অভাব নেই। তাদের মধ্যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের প্রতি একটু বেশি আকৃষ্ট হন নারীরা।
গায়ক: কণ্ঠ, সুর— মুহূর্তেই বিমোহিত করে সবাইকে। গান যত সহজে মানুষের মন জয় করতে পারে, আর কিছু হয়তো তা পারে না। ফলে গায়কদের প্রতি নারীরাও একটু আলাদা দুর্বলতা অনুভব করেন।
অভিনেতা: অভিনেতাদের সবাই পছন্দ করে! তাই ভালোবাসার মানুষ হিসেবেও অভিনেতাদের বেছে নিতে চান নারীরা।
কবি-সাহিত্যিক: বইপড়ার অভ্যাস কমে গেলেও প্রেমিক কিংবা স্বামী হিসেবে এখনো অনেক নারীই কবি-সাহিত্যিকদের পছন্দ করেন।
ফটোগ্রাফার: প্রেমিক বা স্বামী তার সুন্দর সুন্দর ছবি তুলুক, এটা সব নারীই চায়! কাজেই ফটোগ্রাফারদের প্রতি বিশেষ আকর্ষণ নারীদের থাকবেই।
শেফ: প্রেমিক বা স্বামী যদি ভালো রাঁধতে পারে, তাহলে যেকোনো নারীর জন্যই আনন্দের। তা ছাড়া বিখ্যাত শেফদের আয়ও প্রচুর।
মন্তব্য চালু নেই