নারীবাদী সানি লিওন!
প্রাক্তন পর্নো স্টার সানি লিওনের বলিউডে কাজ মানেই যেন বিশেষ কিছু। এবারেও সেই ধারাবাহিকতা বজায় থাকছে। ভক্তদের হয়ে আগামী দিনে নারী অধিকার নিয়ে লড়াই করবেন এ তারকা। বস খ্যাত পরিচালক অ্যান্থনি ডি’সুজার সহধর্মিণী জেসমিন ডি’সুজার পরিচালনায় ওয়ান নাইট স্ট্যান্ড সিনেমায় নারীবাদী একটি চরিত্রেই দেখা যাবে সানি লিওনকে।
যদিও সিনেমার নাম কিছুটা শিহরণ জাগানো। কিন্তু সিনেমার পরিচালক বলছেন, কাহিনি মোটেও শিহরণ জাগানো নয়। বরং দর্শক কিছুটা মর্মস্পর্শী কাহিনিই পাবে এ সিনেমায়।
এ প্রসঙ্গে জেসমিন ডি’সুজা বলেন, ‘সিনেমাটির কাহিনি লিঙ্গবৈষম্য নিয়ে। এখানে আমাদের সমাজের ছেলে এবং মেয়েদের কীভাবে আলাদা করে দেখা হয়, তা দেখানো হয়েছে। সিনেমার নাম দেখে দর্শকরা যা ভাবছেন, আসলে তারা একটু ভিন্ন কিছুই দেখতে পাবে।’
সিনেমাটিতে সানিকে একটু অন্য রকম ভাবেই নাকি দেখাতে চাইছেন জেসমিন ডি’সুজা।
এতে সানির বিপরীতে কে অভিনয় করছেন, তা এখনো ঠিক হয়নি বলে জানা গেছে। নভেম্বরের শেষের দিকে সিনেমাটির কাজ শুরু হবে বলে সিনেমা সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মন্তব্য চালু নেই