“নারীদের জন্য হলিউডের পথ মসৃণ নয়”
মার্কিন জনপ্রিয় অভিনেত্রী নাটালি পোর্টম্যান দীর্ঘদিন ধরে কাজ করছেন হলিউডে। তার মতে, ইন্ডাস্ট্রিতে লিঙ্গ বৈষম্য বেড়েই চলেছে। তার দাবি, নারী তারকাদের পুরুষদের সমান সুযোগ সুবিধাসহ পারিশ্রমিক দেয়া উচিৎ।
৩৪ বছর বয়সী এই অভিনেত্রী মনে করেন, নারীদের ক্ষেত্রে হলিউডের রাস্তা ততটা প্রশস্ত নয়, যতটা সহজ পুরুষদের জন্য। তাছাড়া হলিউডে নারী নির্মাতা নেই বললেই চলে। এই নিয়েও চিন্তিত নাটালি।
তিনি বলেন, ‘আমার ক্ষেত্রে, আমি খুবই ভাগ্যবতী যে আমি এই সুযোগ সুবিধাগুলো পেয়েছি। কিন্তু ইন্ডাস্ট্রিতে নারী নির্মাতার খুবই অভাব। এই নিয়ে আমাদের আরও অনেক কাজ করা দরকার বোলে আমি মনে করি।’
মন্তব্য চালু নেই