নারিকেল তেলের অজানা ও যাদুকরী ব্যবহার

তেল শুধু রান্না করার কাজেই নয়, রূপচর্চা, ভিটামিন, চুলের ও শরীরের সৌন্দর্যে এবং ঘর পরিষ্কারের কাজেও ব্যবহার করা হয়। নারিকেলের যেসব ব্যবহার সম্পর্কে আপনি আগে শুনেন নি, আজ তা জেনে নিন-

১. মাখন এর পরিবর্তে নারিকেলের তেলের ব্যবহার করতে পারেন।

২. যে কোন ভাজাপোড়া খাবারের জন্য নারিকেলের তেল নিরাপদ।

৩. কফিতে ক্রিম হিসেবে ব্যবহার করার জন্য অন্যান্য ক্রিমের তুলনায় নারিকেলের তেল ভাল।

৪. শীতকালীন বিভিন্ন শাকসবজি রোস্ট করার আগে নারিকেলের তেলে একটু ভেঁজে নিন।

৫. ভিন্ন স্বাদ পাবার জন্য সালাদে নারিকেলের তেল ব্যবহার করে দেখুন।

৬. নারিকেল তেলের সাথে মধু মিশিয়ে চুলে লাগালে অন্য কোন হেয়ার মাস্ক এর প্রয়োজন হয় না।

৭. মাথার ত্বকে নারিকেল তেল লাগিয়ে একটি গরম তোয়ালে দিয়ে মাথা ঢেকে রাখুন। এতে চুলের অনেক ভাল কন্ডিশনিং হয়।

৮. রাতারাতি চুলের চিকিৎসার জন্য নারিকেলের তেল ব্যবহার করুন।

৯. যাদের চুল স্যাঁতসেঁতে তারা ২-৩ মিনিট চুলে তেল মালিশ করার পর হাল্কা করে ঝুঁটি করে রাখুন।

১০. শরীরের ত্বক উজ্জ্বল করার প্রাকৃতিক উপায় হল নারিকেলের তেল। এটি আপনার ত্বকের রং উজ্জ্বল করারা সাথে সাথে ময়েশ্চারাইজ করবে।

১১. কাঠ পলিশ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়।

১২. দেয়ালের কিনারের ময়লা পরিস্কার করতে।

এছাড়াও নারিকেলের আরও বহুল ব্যবহার রয়েছে। আপনি এ সকল ব্যবহারগুলো চেষ্টা করে দেখতে পারেন।



মন্তব্য চালু নেই