নারায়ণগঞ্জে স্বামী-স্ত্রী খুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় নিজ বাসায় খুন হয়েছেন স্বামী ও স্ত্রী। তাদের কুপিয়ে হত্যা করা হয়েছে।
রোববার দিবাগত রাতের যে কোনো সময় এই হত্যার ঘটনা ঘটে থাকতে পারে বলে পুলিশের ধারণা।
নিহতেরা হলেন- ভোলাইল এলাকার আমানউল্লাহ(৫৫) ও তার দ্বিতীয় স্ত্রী হোসনে আরা (৩৫)।
পুলিশের ধারণা, প্রথম স্ত্রীর সঙ্গে জমি সংক্রান্ত বা পারিবারিক বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। নিহত আমানউল্লাহ ভোলাইল মিষ্টির দোকান এলাকার মো. আলীর ছেলে।
এলাকাবাসীর বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ওসি আকতার হোসেন জানান, সোমবার ভোরে আশেপাশের লোকজন ফজরের নামাজ পড়তে উঠলে লাশ দেখে পুলিশে খবর দেয়। বাসার দরজা খোলা অবস্থায় ছিল।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রথম স্ত্রী রানুর দুই ভাই আলমগীর ও আবু বকর সিদ্দিককে আটক করে।
ওসি জানান, প্রথম স্ত্রী ও সন্তানদের সঙ্গে অমানউল্লাহর দ্বিতীয় স্ত্রীর জমি ভাগ বাটোয়ারা নিয়ে ঝামেলা ছিল। সেই বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সিআইডির ক্রাইম সিন টিমকে খবর দেয়া হয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য চালু নেই