নারায়ণগঞ্জে স্ত্রীকে মারধর করে প্রেমিকাকে নিয়ে পলায়ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রীকে মারধর করে প্রেমিকাকে নিয়ে পলায়ন করেছে ইয়াকুব মিয়া নামের এক স্বামী।
বৃহস্পতিবার সকালে উপজেলার তারাব পৌরসভার গন্ধর্বপুর উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ইয়াকুব মিয়া গন্ধর্বপুর উত্তরপাড়া এলাকার তাহের আলীর ছেলে।
নির্যাতিত গৃহবধূর ভাষ্য দিয়ে স্থানীয়রা জানায়, ১৭ বছর আগে দক্ষিণ রূপসী এলাকার দুলাল মিয়ার মেয়ে সাহিদা বেগমের সঙ্গে গন্ধর্বপুর উত্তরপাড়া এলাকার তাহের আলীর ছেলে ইয়াকুবের বিয়ে হয়।
বিয়ের পর দম্পতির সংসারে ২ ছেলে ১ মেয়ে সন্তানের জন্ম হয়। এরপর থেকে দক্ষিণ রূপসী এলাকার নিজামের মেয়ে নারগিস আক্তারের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে ইয়াকুব।
তখন থেকে সাংসারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে সাহিদা বেগমেকে মারধর করে আসছে তার স্বামী। প্রেমের সম্পর্কের বিষয়ে সাহিদা বেগম তার স্বামীর কাছে জানতে চাইলে আরও বেশি নির্যাতন করতে থাকে।
এরই মধ্যে গত ৩ ডিসেম্বর প্রেমিকা নার্গিস বেগমকে নিয়ে পালিয়ে যায় ইয়াকুব মিয়া। এ ঘটনায় সাহিদা বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ করেন।
এ ব্যাপারে রূপগঞ্জ থানা পুুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য চালু নেই