নারায়ণগঞ্জে পাঁচ খুন : আরো একজন গ্রেফতার

নারায়ণগঞ্জে আলোচিত পাঁচ খুন মামলায় নাজমা নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে শরীয়তপুরে থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ছয়জনকে আটক করা হয়। আটককৃত ছয়জনের মধ্যে নিহত তাসলিমার স্বামী শফিকুল ইসলামের ভাগ্নে মাহফুজকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শফিকুল ইসলাম তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মাহফুজ ছাড়াও তাসলিমার ভাগ্নে শাহজাদাসহ সন্দেহভাজন ছয়জনকে গতকাল পুলিশ জিজ্ঞাসাবাদ করে। পরে মাহফুজকে রিমান্ডে নেওয়া হয়।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর বাবুরাইল এলাকায় পাঁচতলা ভবনের নিচতলার বাসার দরজার তালা ভেঙে দুই শিশুসহ একই পরিবারের পাঁচজনের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন তাসলিমা বেগম (৪০), তার ছেলে শান্ত (১০), মেয়ে সুমাইয়া (৫), ভাই মোরশেদুল (২৫) ও তাসলিমার জা লামিয়া (২৫)।



মন্তব্য চালু নেই