নারায়ণগঞ্জের ঘটনা সব জানে সরকার : এরশাদ

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনার দায় সরকারের ওপর চাপালেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেছেন, ‘নারায়ণগঞ্জের ঘটনায় সরকার সবই জানে। আমরা কী করবো। আমরা কি বিষ খেয়ে মরবো? আজ তরমুজ খেয়ে মানুষ মরে অথচ আমরা তাদের শাস্তি দিচ্ছি না।’
শনিবার বিকেলে জাতীয় যুব সংহতির প্রথম সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন যুব সংহতির সভাপতি অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া।
অনেক প্রাপ্তির আশায় সরকারে যোগ দিলেও তিন মাসের মাথায় মোহভঙ্গ হলো জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের। সরকারের ওপর ক্ষোভ ঝারলেন তিনি। গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষার নামে নির্বাচন করলেও দেশের এখন গণতন্ত্র নেই, সরকার জনগণের অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
এরশাদ বলেন, ‘কী প্রেক্ষাপট এখন? গণতন্ত্রের কথা শুনি। কিন্তু কোথায় গণতন্ত্র? যেখানে মানুষ ঘর থেকে বেরুলেই নিখোঁজ হয়ে যায়। গণতন্ত্র মুখেই রয়েছে কার্যত নেই। গণতন্ত্র কি শুধুই নির্বাচন? আসলে গণতন্ত্র বলতে এখন কিছু নেই। মানুষের সাংবিধানিক অধিকারটুকু নেই। বাঁচার অধিকার নেই। সরকার জনগণের অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।’
বিএনপিকে উদ্দেশ করে এরশাদ বলেন, ‘বিএনপির কোনো ভবিষ্যৎ নেই। তাদের ভবিষ্যৎ অন্ধকার। তাদের সরকার পরিবর্তনের কোনো শক্তি নেই, সংসদে অবস্থান নেই। একমাত্র ভবিষ্যত রয়েছে জাতীয় পার্টির।’



মন্তব্য চালু নেই