নাম পাল্টিয়ে হ্যাপী এখন আমাতুল্লাহ!

আলোচিত মডেল ও অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপী নাম পাল্টিয়ে আমাতুল্লাহ হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে হ্যাপী তার ফেসবুক স্ট্যাটাসে এ কথা জানিয়েছেন। এখন থেকে সবাই তাকে এই নামেই চিনুক এটা তিনি চান।

দেশে ফেসবুক বন্ধ থাকলেও বিকল্প পদ্ধতিতে ফেসবুকে সরব হ্যাপী। তিনি তার ফেসবুক ওয়ালে লেখেন, “আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আমি আমার নাম পরিবর্তন করেছি, বর্তমান নাম ‘আমাতুল্লাহ’। এর অর্থ ‘আল্লাহর দাসী’। ইসলাম ধর্মে নাম অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমার নামের ভাল অর্থ না থাকার কারণেই নাম পরিবর্তন করা। আমি চাই এখন থেকে সবাই আমাকে ‘আমাতুল্লাহ’ নামেই জানুক।”

happy2_92114_1.png

প্রসঙ্গত, জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনকে কেন্দ্র করে বারবার বিতর্কের জন্ম দিয়ে শিরোনামে আসেন হ্যাপী। সম্প্রতি তিনি তাবলিগের সঙ্গে যুক্ত হয়েছেন। প্রায়ই ফেসবুকে তিনি ধর্মীয় নানা বিষয় শেয়ার করছেন।



মন্তব্য চালু নেই