নামিদামি তারকাদের মজার যত বিকৃত অঙ্গভঙ্গি (দেখুন ছবিতে)

তারকাদের সবসময়ই খুব পরিপাটি দেখে আসি। এই পরিপাটির ব্যাপারটি পোশাক-আশাক থেকে শুরু করে আচরণেও লক্ষ্য করা যায়। তবে অনেক সময় নিজেদের নিয়ন্ত্রণ করতে পারেন না। মনের অভিব্যক্তি প্রকাশ নানা অঙ্গভঙ্গিমায়। হ্যাঁ ঠিকই ধরেছেন। প্রিয়.কম তার বিনোদন পাঠকদের জন্য নিয়ে এলো বিশ্বের জনপ্রিয় সব তারকাদের মজার মজার যত বিকৃত অঙ্গভঙ্গি।

কি আর দেরি সহ্য হচ্ছে না তো? তবে চলুন আর অপেক্ষা না করে দেখে নেই, বলিউডের জনপ্রিয় তারকাদের বিভিন্ন সময়-বিভিন্ন পরিস্থিতিতে অদ্ভুত মজার যত অঙ্গভঙ্গিগুলো। এই তালিকায় প্রিয়াংকা চোপড়া থেকে শুরু করে শ্রদ্ধা কাপুর এবং বলিউডের সুদর্শন নায়ক অর্জুন কাপুর- রণভীর সিংও রয়েছেন। কি অবাক হচ্ছেন তো। কৌতূহল জমিয়ে রাখুন। নিচের ছবিগুলো আপনাকে অবাক করার সাথে সাথে বেশ আনন্দও দিবে বৈকি।

1

প্রথমেই দেখুন শুদ্ধ দেশি রোমান্স তারকা ভানি কাপুরের এই ভঙ্গিটি। বয়স যতই হউক আর তারকা খ্যাতি যতই আকাশ চুম্বি হউক না কেন ভেতরের বাচ্চাপনাকে আঁটকে রাখতে পারেননি এই অভিনেত্রী।

2

এবার দেখুন পরিনীতি চোপড়াকে। সাধেই কি বলিউডের বাবলি গার্লের খেতাব জড়িয়েছেন তিনি।

3

আলিয়া ভাটের মুখভঙ্গিমাটি দেখুন। মুখে ভেংচি কাটছেন কাকে?

4

দেখুন এই তালিকায় জয়া বচ্চনও রয়েছেন। দেখুন তো এই তারকার অভিব্যক্তিটি।

5

কঙ্গনা রানাউতের তিনটি অভিব্যক্তি দেখুন

6

চিনতে পারছেন কিনা এই এই তারকাকে? তিনি আর কেউ নন সঙ্গীত তারকা কেটি পেরি।

7

কারিনাকে দেখুন, কি যেন ভাবছেন?

8

ক্যাটরিনার মজার অদ্ভুত অভিব্যক্তিগুলো দেখুন।

9

নায়করাও কি পিছিয়ে থাকতে পারেন! হ্যাঁ ঠিকই দেখেছেন, অর্জুন-রণভীরের নাম রয়েছে এই তালিকায়।

10

কে এই অভিনেত্রী? চিনতে কষ্ট হচ্ছে কি? তবে শুনুন ছবিতে যাকে দেখতে পাচ্ছেন তিনি আর কেউ নন শ্রদ্ধা কাপুর।

11

প্রিয়াংকা চোপড়াকে দেখুন তো!

12

এ কি করছেন সাইফ আলী খান! একটু ভারসাম্যহীন হলেই ফ্লোরে পড়ে যেতে পারেন।

13

সোনাক্ষি সিনহার হাস্যকর একটি অভিব্যক্তি।

14

সকলেই তো আছেন তবে কি বাদ পড়তে পারেন দীপিকা পাডুকোন?



মন্তব্য চালু নেই