নাবালিকাদের বন্দি করে শারীরিক সম্পর্ক: অতঃপর

বর্বরতম বললেও কম বলা হয়। ১২ জন শিশুকে বন্দি করে রেখে তাদের উপর দিনের পর দিন যৌন নির্যাতন চালানোর অভিযোগে লি কালপন (৫১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে পেনসিলভেনিয়ায়।পুলিশের তরফে জানানো হয়েছে, টাকার বিনিময়ে চার বছর আগে তাদের শিশু কন্যাকে লি কালপনের হাতে তুলে দেয় ড্যানিয়েল স্টোলটজ়ফাস ও স্যানিয়ালা স্টোলটজ়ফাস।

তার এখন বয়স ১৮ বছর। এই চারবছরে সে দুই সন্তানের জন্ম দিয়েছে। টাকার বিনিময়ে কন্যা সন্তানকে বিক্রির অপরাধে ইতিমধ্যেই ড্যানিয়েল দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশের তরফে জানানো হয়েছে নাবালিকেদের বয়স ৬ মাস থেকে ১৮ বছরের মধ্যে। অভিযুক্ত লি কালপনের বিরুদ্ধে ১০টি ধারায় যৌন নির্যাতনের মামলা রুজু করেছে পুলিশ। পাশাপাশি ড্যানিয়েল দম্পতির বিরুদ্ধেও মামলা করেছে পুলিশ।



মন্তব্য চালু নেই