নাবালিকাকে অপহরণ করে দিনভর গণধর্ষণ
ফের একবার রাজধানী দিল্লিতে ধর্ষণের ঘটনা ঘটল। রবিবার দিল্লির অমন বিহার এলাকায় একাদশ শ্রেণির এক নাবালিকাকে প্রথমে অপহরণ করে নিয়ে গিয়ে দিনভর গণধর্ষণ করা হয় বলে অভিযোগ এলাকারই দুই দুষ্কৃতীর বিরুদ্ধে।ভারতীয় গণমাধ্যম ওয়ান ইন্ডিয়া এমন খবর প্রকাশ করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে প্রাতঃভ্রমণে বের হয় ওই স্কুল ছাত্রী। এলাকাতেই সে হাঁটছিল। অভিযোগ, নৌশাদ ও মহম্মদ নামে দুই যুবক নিগৃহীতাকে তুলে নিয়ে নিজেদের বাড়িতে গিয়ে তোলে।
অভিযোগ, সেখানে মেয়েটির হাঁত-পা বেঁধে মুখে কাপড় গুঁজে দিয়ে সারাদিন ধরে ধর্ষণ করে ওই দুই দুষ্কৃতী। অন্যদিকে, মেয়েটি বাড়িতে না ফেরায় পাড়া-প্রতিবেশী সকলে মিলে এলাকায় তল্লাশি শুরু করেন।
নৌশাদের নেওয়া ভাড়াবাড়ির সামনে এসে কোনও একজন প্রতিবেশীর সন্দেহ হয়। এরপরে তারা দেখেন, বাড়ির বাইরে তালা দেওয়া থাকলেও ভিতরে আলো জ্বলছে।
ঘটনায় রহস্যের গন্ধ পেয়ে প্রতিবেশীরা দরজা ভেঙে ভিতরে ঢুকে ধর্ষিতা নাবালিকাকে উদ্ধার করেন। একইসঙ্গে নৌশাদ ও মহম্মদ নামে দুই অভিযুক্তকে গণপ্রহার করে, মাথা মুড়িয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেছে পুলিশ। নিগৃহীতা নাবালিকার চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।
মন্তব্য চালু নেই