নাবালক ভাইপোর সঙ্গে শতাধিকবার যৌন সম্পর্ক… গ্রেপ্তার নারী
১৫ বছরের ভাইপো’র সঙ্গে দিনের পর দিন যৌন সংগম করে গেছেন। ২০০৭ সাল থেকে ২০০৯ সাল, এই দুই বছরে প্রায় শতাধিকবার ওই নাবালকের সঙ্গে মিলিত হয়েছেন তিনি। আর তার আট বছর পর তাকে নাবালককে যৌন নিগ্রহ করার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত নারীর নাম পেগি ফিলিপস। বয়স ৪৩ বছর। প্যাসাডেনা পুলিশকে উদ্ধৃত করে স্থানীয় সংবাদমাধ্যম কেএইচও-এ বলা হয়েছে, ওই নাবালক ২০০৭ সালে হাসপাতালে ভর্তি ছিল। তখনই তার সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হন ওই নারী।
পরে চাচা ও চাচির সঙ্গে প্যাসাডেনা থেকে দক্ষিণ ক্যারোলিনায় চলে যায় ওই নাবালক। শারীরিক সম্পর্ক অব্যাহত ছিল সেখানেও। আদালতের নথিপত্র বলছে, ভাইপো’র সঙ্গে প্রায় শতাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছেন ওই নারী। শুধু তাই নয়, ওই কিশোরকে অশ্লীল ফটো পাঠানো ও মেসেজ করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ফিলিপসের জামিনের জন্য ৩০,০০০ মার্কিন ডলার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আপাতত পুলিশ হেফাজতে ওই নারী।
মন্তব্য চালু নেই