নাবালকের সঙ্গে যৌন মিলন, তরুণীর দুই বছরের কারাদণ্ড
নাবালকের সঙ্গে যৌন মিলন করার অপরাধে দু’ বছরের কারাদণ্ড হল ব্রিটিশ তরুণীর লরেন মরিসের। অভিযোগ, আট বছরের ছেলেকে যৌন মিলনে বাধ্য করেন কামতাড়িত ওই তুরুণী। তাও কোনও একদিন নয়, সব মিলিয়ে পঞ্চাশবার!
একুশ বছরের ভরভরাট যৌবন লরেন মরিসের। মনের মধ্যে জেগে ওঠা যৌনাকাঙ্খা চরিতার্থ করতে সমবয়সী বা বয়সে বড় কোনও পুরুষের প্রতি আকর্ষণ জাগে না। বরং যৌন ইচ্ছা চরিতার্থ করতে কচিকাঁচাদের দিকেই নজর পড়ে ইংল্যান্ডের এই তরুণীর। কিন্তু আইন বড় বালাই। তাই ৮ বছরের নিতান্ত শিশুর সঙ্গে ৫০ বার যৌন সঙ্গম করার অপরাধে তাঁর নামে অভিযোগ দায়ের হল আদালতে। বিচারে লরেনের ২ বছরের কারাবাসের নিদান ঘোষণা করলেন বিচারক।
যৌবনে যৌন ভাবাবেগে তাড়িত হওয়া অস্বাভাবিক নয়। কিন্তু বরাবরই এ ব্যাপারে বয়সে ছোটদের প্রতি টান লরেনের। অভিযোগ, এর আগে ১৬ বছরের এক কিশোরকে এ কাজে বাধ্য করেছিলেন তিনি।অবস্থা এমনই দাঁড়ায়, যে কমবয়সী ছেলেদের সঙ্গে মেলামেশার উপর নিষেধাজ্ঞা জারি করতে বাধ্য হন লরেনের বাবা-মা। কিন্তু সেই বজ্র-আঁটুনি দিয়েও শেষরক্ষা হয়নি। বিকৃত কামোত্তেজনার বশে শেষমেশ গারদেই ঠাঁই হল একুশের যুবতীর।
মন্তব্য চালু নেই