নাদিয়ার দ্বিতীয় বিয়ে, প্রথম স্বামী শিমুলের শুভ কামনা

দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসলেন নৃত্য ও অভিনয়শিল্পী নাদিয়া। অভিনেতা নাইমের সঙ্গে বৃহস্পতিবার বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।

এর আগে মডেল, অভিনেতা শিমুলের সঙ্গে ২০০৮ সালের ২৮ ডিসেম্বর প্রথম বিয়ে হয় নাদিয়ার। দাম্পত্য জীবনের পাঁচ বছরের মধ্যেই ভেঙে যায় শিমুল-নাদিয়ার সংসার।

নাদিয়ার দ্বিতীয় বিয়ের পর শনিবার রাতে কথা বলেন শিমুল। তিনি জানান, ‘প্রায় বছর দেড়েক ধরে নাদিয়া ও শিমুল আলাদা থাকছেন। তাদের মধ্যে বিবাহবিচ্ছেদ হয়েছে। অনেকটা নাদিয়ার ইচ্ছাতেই এই বিবাহবিচ্ছেদ হয়েছে।’

শিমুল বলেন, ‘আমার জায়গা থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি সংসারটা টিকিয়ে রাখতে। কিন্তু নাদিয়ার কাছে হয়তো মনে হয়েছে যে, সে এই সংসার জীবনে ভালো নেই। তাই সে আমাকে বিবাহবিচ্ছেদের নোটিশ পাঠিয়েছে। এখন সে নাইমকে বিয়ে করেছে। নাইম আমার খুবই কাছের ছোট ভাই। সে খুবই ভালো ছেলে। নাদিয়াও খুবই ভালো মেয়ে। দুজনে সুখী হোক। এটাই আমার প্রত্যাশা।’

পাঁচ বছর প্রেমের সম্পর্কের পর বিবাহবন্ধনে আবদ্ধ হন শিমুল-নাদিয়া। পাঁচ বছর তাদের দাম্পত্য জীবনে কেটেছে। এরপরই তাদের সংসারে শুরু হয় টানাপোড়েন। বছর দেড়েক আগে আলাদা থাকতে শুরু করেন নাদিয়া। এ সময়টাতে নাইমের সঙ্গে নতুন সম্পর্কে জড়ান নাদিয়া। অতঃপর নাইম-নাদিয়া গাঁটছড় বাঁধলেন বাকি জীবনের জন্য।

নাইম-নাদিয়ার বিয়ে প্রসঙ্গে শিমুল বলেন, ‘জীবন তো চলমান। আমার জীবন ভালোভাবে কেটে যাবে। নাদিয়ার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আমি শুধু বলবো নাদিয়া অনেক ভালো একটা মেয়ে। আমি এখনো তাকে ভালোবাসি। তার জন্য আমার শুভ কামনা থাকবে। নাইমও ভালো ছেলে। তার জন্যও আমার শুভ কামনা। নাইম-নাদিয়া বাকিটা জীবন আনন্দে কাটাক।’

নাদিয়ার দ্বিতীয় বিয়ে হলেও নাইমের জন্য এটি প্রথম বিয়ে। এ অনুভূতি জানিয়ে নাইম বলেন, ‘‌নতুন জীবন, নতুন অভিজ্ঞতা। সবার কাছে দোয়া চাই। সবাই আমাদের নতুন জীবনে শুভ কামনা জানাবেন এটাই প্রত্যাশা করি।’



মন্তব্য চালু নেই