নাট্যাভিনেতা উচ্ছ্বাসের এবারের ঈদে একাধিক নাটক প্রচারিত হবে
বর্তমান সময়ের নাট্য জগতের অন্যতম অভিনেতা ও নাট্য রচয়িতা সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ভেটখালী গ্রামের কৃতি সন্তান মৃত্যুঞ্জয় সরদার উচ্ছ্বাসের এবারের কোরবানীর ঈদে তার অভিনিত একাধিক নাটক প্রচারিত হবে। সাথে সাথে তার লেখা “ফুলওয়ালী’’ নামে একটি নাটক ঈদে বৈশাখী টিভিতে প্রচার হবে। এছাড়াও প্রতি বুধবার সন্ধ্যা ৬ টা ১০ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক “প্রাণ কোকিলা”। যেটা আগামী ৩ বছর যাবত চলবে বলে জানা গেছে। উচ্ছ্বাসের লেখা ও অভিনিত শর্ট ফিল্ম “ঢেঁকি” ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিবলে লন্ডনে পাঠানো হয়েছে।
এ বিষয়ে উচ্ছ্বাস জানান, ঈশ্বরের কৃপায় সবার আর্শীবাদে হাঁটি হাঁটি পা পা করে মিডিয়াতে একটা অবস্থান তৈরি করতে পেরেছি। যার অবদান কখনও ভোলা যায়না তিনি হলেন গুরু জি.এম সৈকত।
তিনি বলেন, নীতি নিয়ে চললে এবং কাজের প্রতি মনোযোগী হলে অনেক উপরে যাওযা যায় বলে তার বিশ্বাস। তিনি যেন মিডিয়াতে একটি অবস্থান তৈরী করে আরো বড় হতে পারেন সেজন্য সকলের আর্শীবাদ ও দোয়া কামনা করেছেন।
মন্তব্য চালু নেই