আওয়ার নিউজ স্পেশাল :
নাজনীন আক্তার হ্যাপির সকল সংবাদ (এক্সক্লুসিভ ভিডিও ও ছবি সহ)
‘আমি অপার হয়ে বসে আছি, ওহে দয়াময়…, পারে লয়ে যাও আমায়…।’ আমি একা লইলাম ঘাটে…………………….. হ্যাপির কণ্ঠে গাওয়া একটি গান। হ্যাপি আগেই বলেছিলেন, রুবেল তার সঙ্গে যে অন্যায় করেছে দুনিয়ার আদালতে ন্যায়বিচার না পেলেও পরকালের আদালতে অবশ্যই এর ন্যায়বিচার পাবেন। আর সেই সূত্রেই হ্যাপি গেয়ে ফেললেন এই আধ্যাত্মিক গান।
আলোচিত নায়িকা নাজনীন আক্তার হ্যাপির সম্পর্কে নতুন কিছু বলার নেই। রুবেল হ্যাপির ইস্যু নিয়ে বিভিন্ন সময় গণমাধ্যমে উঠে এসেছে নানান তথ্য। আর ঐসব তথ্য ভান্ডার নিয়ে আওয়ার নিউজের এবার স্পেশাল আয়োজন “এক ঝলকে নাজনীন আক্তার হ্যাপি”।
হ্যাপিকে নিয়ে আমাদের এই বিশেষ আয়োজনে আপনারা জানতে পারবেন জানা অজানা কিছু এক্সক্লুসিভ তথ্য।
এবার এক ঝলকে দেখে নিন, জেনে নিন হ্যাপি-রুবেলকে নিয়ে নানা সময়ে উঠে আসা কিছু আলোচিত তথ্য।
নিচের লিংকেগুলোতে ক্লিক করে আপনি জানতে পারবেন আলোচিত সেই সকল সংবাদ সমূহ
মন্তব্য চালু নেই