নাচতে গিয়ে ব্লাউজ খুলে গেলো মালাইকার

১৮ এপ্রিল থেকে শুরু হয়েছে ‘ইন্ডিয়াস গট ট্যালেন্টস সেশন ৬’। যার বিচারকের আসনে রয়েছেন কিরণ খের, করণ জোহার এবং মালাইকা আরোরা খান। তবে এর শ্যুটিং হয়েছে আরো আগেই। আর শ্যুটিংয়ে ঘটে যায় এক অঘটন। নাচতে গিয়ে হঠাৎ করে সবার সামনেই ব্লাউজ খুলে যায় মালাইকার।

শ্যুটিংয়ে বিচারকের আসন ছেড়ে উঠে স্টেজে যান মালাইকা। নিজের জনপ্রিয় গান ‘মুন্নি বদনাম হুয়ি’র সঙ্গে নাচতে স্টেজে উঠেছিলেন তিনি। নাচ শুরু হলে উপস্থিত দর্শক ও বিচারকরা তাকে করতালি দিয়ে উৎসাহ দিতে থাকে।

মালাইকা শুরু করেন তার জনপ্রিয়া নাচ। হঠাৎ করে নাচের মাঝেই তার ব্লাউজ খুলে যায়। কিন্তু প্রথমে সে বিষয়টি বুঝতেই পারেনি। তারপর বুঝতে পেরে দৌড়ে ব্যাক স্টেজে চলে যান।

কিছুক্ষণ পর নিজেকে সামলিয়ে একটা সাদা ড্রেস পরে স্টেজে ফিরে আসে মালাইকা। প্রথমে একটু অপ্রস্তুত হয়ে পড়লেও পরপরই পরিস্থিতি সামলে নিয়ে আবারো নাচ শুরু করেন।



মন্তব্য চালু নেই