নাগেশ্বরীতে নদী শাষন ও ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন
কুড়িগ্রাম প্রতিনিধি : গত ৩ বছর ধরে নদী ভাঙতে ভাঙতে এখন ইউনিয়ন পরিষদে এসে ঠেকেছে। হুমকীর মূখে পড়েছে মূল বাজার, স্কুল, মাদ্রাসাসহ সরকারি স্থাপনা। এটুকু হারিয়ে গেলে অস্থিত্ব হারিয়ে ফেলবে ইউনিয়নটি। ফলে প্রতিবাদে রাস্তায় নেমে পড়েছে এলাকার নারী-পুরুষসহ শিশুরা। নদী শাষন ও ভাঙনকৃত রাস্তায় ব্রীজ নির্মানের দাবিতে মানবন্ধন করেছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের অধিবাসীরা।
সোমবার সকালে কালিগঞ্জ বাজারে দুধকুমার নদী শাসন ও ব্রীজ নির্মাণ বাস্তবায়ন কমিটির ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, যুগ্ম আহ্বায়ক রেজওয়ান আহমেদ জনি, সেলিমুর রহমান সেলিম, নুর আলম, মাঈদুল ইসলাম, বুলবুল আহমেদ, আশরাফুল আলম মামুন, জিয়াউল হক খোকন প্রমুখ।
বক্তারা বলেন, চলতি মাসে কালিগঞ্জ ইউনিয়নের ভাঙন কবলিত ৯টি গ্রামে প্রায় দেড় শতাধিক বাড়ী ঘর নদী গর্ভে বিলিন হয়ে গেছে। হুমকীর মুখে ইউনিয়ন পরিষদ, বাজার, স্কুল ও মাদরাসাসহ সরকারি স্থাপনা। এসব অবকাঠামো রক্ষায় এলাকাবাসী স্থানীয় সংসদসহ পানি উন্নয়ন বোডের্র কাছে লিখিত অভিযোগ করেও কোন সাড়া পাননি বলে অভিযোগ করেন। তারা নদী ভাঙন রোধে কর্মসূচি গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
মন্তব্য চালু নেই