নাগরপুর থানা বিএনপি কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ

টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা বিএনপির আহবায়ক কমিটি বাতিল ও সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনের দাবিতে শুক্রবার বিকেলে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ও তৃণমূলের মতামতের ভিত্তিতে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনের দাবিতে উপজেলা বিএনপির একাংশ ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে বেলা এগারটায় বিক্ষোভ মিছিল ও বিশাল সমাবেশের আয়োজন করে। মিছিলটি উপজেলা ক্যাস্পাস হয়ে সদর বাজারসহ গুরুত্বপূর্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ করে। উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো.হাবিবুর রহমান খান চুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী কেন্দ্রীয় বিএনপি নেতা নুর মোহাম্মদ খান। উপজেলা বিএনপির আহবায়ক কমিটিকে অবৈধ আখ্্যা দিয়ে সাবেক মন্ত্রী নুর মোহাম্মদ খান বলেন, অন্যায়ের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। ন্যায় প্রতিষ্ঠার জন্য আমাদের প্রতিবাদ সমাবেশ । ৯ বছর আগে গঠিত নাগরপুর উপজেলা আহবায়ক কমিটি আমরা মানিনা। অবৈধ এ কমিটি বিলুপ্ত করে অবিলম্বে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনের দাবি জানান তিনি। সমাবেশের বিশেষ অতিথি ছিলেন, জাসাস কেন্দ্রীয় কমিটির কোষাধক্ষ্য মো. শরিফুল ইসলাম স্বপন, প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. রবিউল আওয়াল লাভলু। উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাহে আলম সাবুর পরিচলানায় অন্যান্যর মধ্যে বক্তব রাখেন সাবেক ছাত্রনেতা আবু ইউনুছ লিটন, বি আর ডিবির সাবেক চেয়ারম্যান ইকবাল কবির রতন, আব্দুল মুহিত ইমাম, সাবেক ভিপি এনামুল হক বাবুল, আরিফুল ইসলাম নবা, আজিজুর রহমান তুষ্টু প্রমুখ।



মন্তব্য চালু নেই