নাকে খত দিয়ে ঘরে ফিরেছেন খালেদা
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ বলেছেন, ‘বাসা ছেড়ে ৩ মাস অফিসে থেকে খালেদা জিয়া বলেছিলেন হাসিনা সরকারের পতন না হওয়া পযর্ন্ত ঘরে ফিরে যাবেন না। এখন খত দিয়ে বাসায় ফিরে গেছেন।’
শনিবার দুপুরে ঢাকা রিপোর্টাস ইউনিটি (ডিআরইউ) সাগর-রুনি মিলানায়তনে বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল ফেডারেশনের আয়োজনে হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের জনক ডা. স্যামুয়েল হ্যানিম্যান এর ২৬০তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, ‘আন্দোলন শেষ করে দিলেন। তাতে বোঝা গেল এটা কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না। ছিল ব্যক্তিগত স্বার্থসিদ্ধি। মানুষ হত্যা করে কেউ কোনদিন ক্ষমতায় আসতে পারে না। ক্ষমতায় আসতে চাইলে জনগণের কাছে যেতে হয়। জনগণকে সম্পৃক্ত করেই ক্ষমতায় আসতে হয়।’
যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য বেগম খালেদা জিয়া আন্দোলনের নামে এ নাটক করেছেন বলে মন্তব্য করেন আবদুস সোবহান গোলাপ ।
অর্জন ও উন্নয়নের অগ্রযাত্রা ৫ জানুয়ারির নির্বাচনের কারণে অব্যাহত রয়েছে দাবি করে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচন শুধু সংবিধানকে সমুন্নত রাখেনি। পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার পথ রুদ্ধ করে দিয়েছে।’
আবদুস সোবহান গোলাপ আরো বলেন, ‘যারা দেশের মানুষকে পুড়িয়ে মেরেছে। দেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য কাজ করেছে তাদের আপনারা কিভাবে ভোট দেবেন? খালেদা জিয়া কোনো এলাকায় নির্বাচনী গণসংযোগ করতে গেলে সেখানে প্ল্যাকার্ড ঝোলানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি। যে প্ল্যাকার্ডে থাকবে পেট্রোল বোমার আগুনে নিহত-আহত মানুষের ছবি।
২৮ এপ্রিলের সিটি কর্পোরেশন নির্বাচনে সাঈদ খোকন ও আনিসুল হককে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
ডা. মো. শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন ঢাবি অধ্যাপক এ বি এম ফারুক, হ্যোমিওপ্যাথিক ওষুধ প্রস্তুতকারক সমিতির সাধারণ সম্পাদক ড. মাহফুজ হাফিজ, ডা. নুরুজোজাহা, ছাত্রনেতা রিয়াজউদ্দিন রিয়াজ প্রমুখ।
মন্তব্য চালু নেই