নাইট ক্লাবের সুন্দরীদের সঙ্গে ওজিল

মৌসুম ও দলের খেলা শেষে আর্সেনাল প্লেমেকার ও জার্মান তারকা মেসুত ওজিল এখন লস এঞ্জেলসে কিছুটা সময় কাটাতে এসে বিপদের সম্মুখীন হয়ে গেলেন। কারণ এই জার্মান মিডফিল্ডার সোমবার রাতে নাইটক্লাব ছেড়ে গেলেন বটে কিন্তু রেখে গেলেন গিছু স্মৃতি ছবি। লস এঞ্জেলসের নাইটক্লাব থেকে বের হওয়ার সময় তার সাথে দেখা গেল দুইজন খোলামেলা ললনা, তাও এবার ওজিলের সাথে বেশ সখ্যও দেখা গেল।

তবে ওজিলকে নিজের পরিচয় গোপন করতে ক্যামেরার সামনে মুখ লুকাতে দেখা গেছে। এ সময় তিনি একটি লাল হুডি জ্যাকেট গায়ে ছিলেন, আর দ্রুত তিনি তার গাড়িতে উঠে পড়েন। তবে এই সাবেক রিয়াল মাদ্রিদ তারকাকে গাড়িতে সামনের সিটে বসতে দেখা গেলেও দুই ললনাকে পিছনের সিটে আর একজন পুরুষ সহচরের সাথে বসে থাকতে দেখা গেছে।

10990056_10200819574927680_2970833260036171305_n

বিশ্বকাপ জয়ী ওজিল গত বছরের শেষের দিকের তার প্রাত্তন বান্ধবী ম্যান্ডি কাপ্রিস্টোর সাথে ছাড়াছাড়ি হয়ে যায় এমনটাই জানিয়েছিলেন। তাছাড়া এই ২৬ বছর বয়সি তারকা গত রোববার জিব্রাল্টারকে ৭-০ গোলে হারিয়ে ইউরো বাছায় ২০১৬ শেষ করে লস এঞ্জেলস এসেছিলেন। মৌসুমের খেলা শেষে অবশ্য তিনি তার সামাজিক মাধ্যম দিয়ে জানিয়েছিলেন, ‘এখন কয়েক সপ্তাহের কিছুটা সময় বিনোদন, ছুটি, উপভোগ, ফ্যামিলির সাথে’।

11403379_10200819574047658_2364565774509803148_n



মন্তব্য চালু নেই