নষ্টের মূল লাভলু
যত নষ্টের মূল সালাউদ্দিন লাভলু! তিনি আবার কি করলেন? সে প্রশ্নের উত্তর পাওয়া যাবে আসছে ঈদের একটি নাটকে। মাহমুদ মাহিনের রচনা ও পরিচালনায় ‘ধারা নং ৪২০’ নামে একটি নাটকে একজন মামলাবাজ আইনজীবী হিসেবে দেখা যাবে তাকে। তিনি যে চরিত্রে অভিনয় করেছেন সে চরিত্রটি গ্রামের মাঝে কেবলই ঝামেলা তৈরি করে। এবং মানুষকে দিয়ে মামলা করায়। এরকম একটি গল্প নিয়ে তৈরি হয়েছে নাটকটি।
সম্প্রতি পূবাইলে নাটকটির শুটিং হয়েছে। এতে আরো অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি, হোমায়রা হিমু, মার্শাল আইয়ুব, শফিক খান দিলু, জামিল হোসেন প্রমুখ।
মন্তব্য চালু নেই