নভ্যার সঙ্গে অমিতাভের বিশেষ মুহূর্তের ছবি

বলিউডের আলোচিত উঠতি তারকাদের একজন অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নাভেলি। সামাজিক মাধ্যমে অতি সক্রিয়তার কারণে বেশি আলোচনায় থাকেন তিনি। তবে এবার তিনি আলোচনায় আসলেন অন্য কারণে। তার নানা অমিতাভ বচ্চন নিজেই নাতনিকে নিয়ে পোস্ট দিয়েছেন ফেসবুকে।

সম্প্রতি মুম্বাই থেকে দিল্লিতে একটি কাজে যান অমিতাভ। সেখানে মেয়ে শ্বেতার দুই সন্তান নভ্যা ও অগস্ত্য নন্দার সঙ্গে দেখা হয় তার। সেখানে তোলা বেশ কিছু ছবিও ফেসবুকে শেয়ার করেছেন অমিতাভ।

ফেসবুকে অমিতাভ আরও লিখেছেন, সকাল সকাল দিল্লি গিয়েছিলাম। জামাইর জন্য একটি ছবি বানাতে তার কারখানায়। চলেও এসেছি। কিন্তু সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল নাতি-পুতিদের সঙ্গে দেখা হওয়াটা। বাচ্চারা কত দ্রুত বড় হয়ে যায়। মনে হচ্ছে, কিছু সময় আগেই খুব তাড়াহুড়ো করে ওদের মাকে ডেভিভারির জন্য হাসপাতাল নিয়েছিলাম। আর এখন এ অবস্থা। অদ্ভূত!!



মন্তব্য চালু নেই