নভেম্বরেই শুরু হচ্ছে ‘ধূমকেতু’র শেষ ভাগের শুটিং
এই মাসের মাঝামাঝি সময়ে শুরু হবে ‘ধূমকেতু’ এর প্রায় শেষ ভাগের শুটিং। আর শুটিং এর এই অংশে অভিনয় করবেন শাকিব খান, পরিমনি, অমিত হাসান এবং আলিরাজ।
শেষ ভাগের শুটিং এর মধ্যে ২ টি গানের শুটিং করলেই ক্যামেরা ক্লোজ হবে বলে জানান ছবিটির পরিচালক শফিক হাসান।
মন্তব্য চালু নেই