নবীনগরে গৃহবধূর মাথা ন্যাড়া : শাশুড়ি গ্রেফতার
জেলার নবীনগরে শিল্পী আক্তার (২০) নামে এক গৃহবধূর মাথা ন্যাড়া করে দিয়েছে শ্বশুরবাড়ির লোকজন।
দুই লাখ টাকা যৌতুকের জন্য গত শুক্রবার রাতে উপজেলার শিবপুর ইউনিয়ন সাহারপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আজ শনিবার থানায় মামলা হলে দুপুরে পুলিশ গৃহবধূর শাশুড়ি আমেনা বেগমকে গ্রেফতার করেছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, গত ৭ মাস আগে উপজেলার নাটঘর গ্রামের মো. রাজা মিয়ার মেয়ে শিল্পী আক্তারের সঙ্গে একই উপজেলার সাহারপাড় গ্রামের রইছ মিয়ার ছেলে প্রবাসী রুহুল আমীনের বিয়ে হয়। বিয়ের সময় মেয়ের বাবা ৮০ হাজার টাকা নগদসহ স্বর্নালংকার প্রদান করে।
এ দিকে স্বামী প্রবাসে চলে যাওয়ার পর থেকেই শাশুড়ি, দেবরসহ পরিবারের লোকজন শিল্পীর কাছে আরো দুই লাখ টাকা যৌতুক দাবি করে। শিল্পীর বাবা টাকা দিতে অপরাগতা জানালে ওই গৃহবধূর ওপর চালানো হয় অমানবিক নির্যাতন। একপর্যায়ে গত শুক্রবার সন্ধ্যায় শ্বশুরবাড়ির লোকজন ওই গৃহবধূর হাত-পা বেঁধে তার মাথা ন্যাড়া করে দেয়।
এ সময় ওই গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। তবে ততক্ষণে তার অর্ধেক মাথা ন্যাড়া করে দেওয়া হয়।
এ ঘটনায় ওই গৃহবধূর বাবা মো. রাজা মিয়া বাদী হয়ে ৫ জনকে আসামি করে শনিবার নবীনগর থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরই দুপুরে পুলিশ শাশুড়ি আমেনা বেগমকে গ্রেফতার করে।
এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রূপক কুমার সাহা জানান, মামলার প্রধান আসামি শাশুড়িকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মন্তব্য চালু নেই