নবায়নযোগ্য শক্তিতে চলবে গুগল

যতটুকু সম্ভব নবায়নযোগ্য শক্তিতে নিজেদের ব্যবসা চালিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে গুগল। প্রতিষ্ঠানটি খুব শিগগির কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যাবে। প্রযুক্তি বিশ্বের পথিকৃৎ প্রতিষ্ঠানটি ২০১৭ সালের মধ্যে সকল অফিস এবং ডাটা সেন্টার সোলার এবং উইন্ড পাওয়ারে চালানোর পরিকল্পনা করছে।

নতুন এ মাইলফলককে চিহ্নিত করে রাখতে নিজেদের সবুজ শক্তিসংক্রান্ত পরিকল্পনায় স্বচ্ছতা বাড়াচ্ছে গুগল। প্রতিষ্ঠানটি সম্প্রতি একটি পরিবেশভিত্তিক পত্রিকা প্রকাশ করেছে যেখানে গুগলের সকল পরিবেশবান্ধব কার্যক্রমের বিবরণ দেওয়া হয়েছে। তাছাড়া গুগল একটি পরিবেশভিত্তিক ওয়েবসাইটও চালাচ্ছে যেখানে শক্তি সাশ্রয়ে গুগলের সকল উদ্যোগের প্রমাণ পাওয়া যায়। তা করতে গিয়ে নিজেদের শক্তির কোনরূপ ঘাটতি হচ্ছে না। প্রতিষ্ঠানটি প্রত্যেক দিনের ঘণ্টা প্রতি নবায়নযোগ্য শক্তি উৎপাদনে মনযোগী হচ্ছে।

বেশিরভাগ প্রতিষ্ঠানই বর্তমানে পরিবেশবাদী কার্যক্রম প্রচারণার কৌশল হিসেবে ব্যবহার করে থাকে। কিন্তু গুগল বিশ্বাস করে নবায়নযোগ্য শক্তির ব্যবহার তাদের খরচ কমিয়ে দিচ্ছে। সোলার এবং উইন্ড পাওয়ারের খরচ দিন দিন অবিশ্বাস্য রকম কমছে। আর এগুলোর দাম কয়লার মতো কার্বনভিত্তিক শক্তি উৎস থেকে অনেক কম এবং স্থিতিশীল। শক্তির উৎস সংক্রান্ত খরচ কমে গেলে গুগল উৎপাদন খরচ বাঁচাতে পারবে এবং পণ্যের অতিরিক্ত দামের সংস্কৃতি পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাছাড়া প্রতিষ্ঠানটি পুরো পৃথিবীকে পরিষ্কার শক্তিতে চালানোর উপর জোর দিচ্ছে।

সূত্র: এনগ্যাজেট



মন্তব্য চালু নেই