নববর্ষে ব্যাঙের নজরকাড়া পোশাক
বাঙালিয়ানা বিভিন্ন উৎসবে দেশীয় ফ্যাশন হাউজগুলো নিজেদের সাজিয়ে নেয় নানা রঙের, ঢঙের পোশাকে। বাংলা নববর্ষ এলে সেই আমেজে বাড়তি প্রাণ পায়। মানুষের সৌখিনতা ও পছন্দের সঙ্গে সামঞ্জস্য রেখে ফ্যাশন হাউজগুলো বেশ রুচিশীল ও উৎসব নির্ভর পোশাক তৈরি করে।
ফ্যাশন হাউজগুলোর আয়োজনে শাড়ি, পাঞ্জাবি, শার্ট, কুর্তা ও ফতুয়ার ডিজাইনে আনা হয়েছে বাংলা নববর্ষের আমেজ। আবার অনেকেই বাংলা নববর্ষের নিজের সৃজনশীলতায় তৈরি করে নিচ্ছেন একদম আলাদা একটি স্টাইল।
দেশের বৃহৎ পছন্দের ব্র্যান্ড ব্যাঙ বাংলা নববর্ষের নিজের সৃজনশীলতায় তৈরি করেছে একদম আলাদা স্টাইলের নজরকাড়া পোশাক। ব্যাঙ এ পাবেন আধুনিক ফ্যাশনেবল ক্যাজুয়াল বা ফরমাল শার্ট, টি-শার্ট, পলো শার্ট, ফতুয়া, কাতুয়া, প্যান্ট, পাঞ্জাবিসহ নানারকম মানানসই পোশাক। হট লাইন : ০১৯৭৭-১১২ ২৬৪, follow us on facebook. www.bang-bd.com
মন্তব্য চালু নেই