নববর্ষের শুভেচ্ছায় খালেদার টুইট
নববর্ষ উপলক্ষে পহেলা বৈশাখে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটাইরের মাধ্যমে তিনি ওই শুভেচ্ছা জানা।
শুভেচ্ছাবার্তায় তিনি লেখেন, “বাংলা নববর্ষ ২০২৪ হোক শান্তি, সমৃদ্ধি ও মুক্তির। শুভ নববর্ষ।”
এদিকে, খালেদা জিয়া আজ বিকেলে রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গেছে।
বিএনপি চেয়ারপারসন জাসাসের অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংগঠনের সভাপতি শায়রুল কবির খান। ইতোমধ্যে অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য চালু নেই