নববধূকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন নিরব!
বিয়ে করে ঝামেলায় জড়িয়ে পড়েছেন জনপ্রিয় মডেল-অভিনেতা নিরব। গত ২৬ ডিসেম্বর অনেকটা গোপনেই নর্থসাউথ ইউনিভার্সিটির ছাত্রী তাসফিয়া তাহের ঋদ্ধির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নিরব। কিন্তু বিয়েতে শ্বশুর-শাশুড়ির সম্মতি না থাকায় বিয়ের দু’দিন পর রোববার তার বিরুদ্ধে মেয়েকে অপহরণের মামলা ঠুকে দিয়েছেন শ্বশুর আবু তাহের চৌধুরী। এরপর থেকেই আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না নিরবের। তার ব্যবহৃত মোবাইলের দুটি নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে।
তবে নিরবের একাধিক ঘনিষ্ঠ সূত্র জানায়, ঋদ্ধিকে নিয়ে নিরব তার এক বন্ধুর বাসায় আছেন। তারা ভালোই আছেন। আজ-কালের মধ্যে ঋদ্ধি তার বাবাকে ফোন করে মামলা তুলে নেয়ার জন্য অনুরোধ করতে পারেন।
সর্বশেষ ২৯ ডিসেম্বর সন্ধ্যার পর নিজের ফেসবুক পেজে বিয়ের সময় তার ও ঋদ্ধির তোলা একটি ছবি পোস্ট করেন নিরব। এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কোনো ফটোসেশনের ছবি নয়, আসল ছবি। ঘটনা সত্য।’
এদিকে শ্বশুর আবু তাহের চৌধুরী মামলার অভিযোগপত্রে লিখেছেন, একটি বিউটি পার্লার থেকে তার মেয়ে ঋদ্ধিকে অপহরণ করেছেন জনৈক নিরব।
মন্তব্য চালু নেই