নবজাতককে মদ খাওয়ালেন মা!
সন্তানের জন্য খাবার বানাচ্ছিলেন মা। তাই একটি বোতলে পানি রেখেছিলেন তিনি। এরপর কোনো কাজে রান্না ঘর থেকে বেরিয়ে যান। তারপরই রান্না ঘরে এসে শিশুর বাবা বোতল থেকে পানি ফেলে দিয়ে তাতে রাখেন ভদকা। কারণ বোতলে করে ভদকা নিয়ে বন্ধুদের বাড়ি যাওয়ার কথা ছিল তার।
শিশুর বাবা রান্না ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর তার মা ফিরে এসে সেই ভদকার সঙ্গে বেবি ফুড মিশিয়ে খাইয়ে দেন শিশুকে। আর তা খেয়েই অসুস্থ হয়ে পড়ে ছয় মাসের শিশু। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের উইসকনসিনে। দ্রুত ব্যবস্থা নেয়ায় বড় ধরনের ক্ষতির মুখ থেকে বেঁচে যায় শিশুটি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, অসুস্থ ওই শিশুকন্যার রক্তে অ্যালকোহলের মাত্রা ছিল ০.২৯৪ । যা একজন সাধারণ মদ্যপায়ীর রক্তে অ্যালকোহলের মাত্রার তিন গুণ। অবশ্য এ ঘটনায় ওই শিশুর বাবা, মা’র বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না পুলিশ। এটিকে একটি দুর্ঘটনা বলেই মনে করা হচ্ছে।
মন্তব্য চালু নেই