ননদের কথায় রেগে যান শহীদপত্নী মীরা
শহীদ কাপুর আর তার স্ত্রী মীরাকে নিয়ে যেন আলোচনার শেষ হচ্ছে না।সম্প্রতি আবারো আলোচনায় এসেছেন এই দম্পতি। তবে এইবারের আলোচনার সূচনা হয়েছে ঘরের লোকের মুখ থেকে।
শহীদ কাপুরের বোন সানা বলেছেন তার ভাবী নাকি তার কথায় রেগে যান। পরে অবশ্য বলেছেন তার ভাবির রাগ করার কারণ।
মীরা আর শহীদের বোন সানা সমবয়সী। তাই মীরাকে ভাবী বলে ডাকলে মীরা রেগে যায়।এই কথা গুলো মজার ছলেই বলছিলেন সানা।তাই মাঝে মাঝে মীরাকে রাগানোর জন্য ভাবী বলে সম্বোধন করেন সানা।সানা আরো জানিয়েছেন মাত্র কয়েক মাসের মধ্যে খুব সহজেই মীরা তাদের সবাইকে আপন করে নিয়েছেন।শুধু তাই নয় সানা এর মধ্যেই তাকে নিজের প্রিয় বান্ধবীর আসনে বসিয়েছেন। এদিকে তো শহীদের সৎ ভাই ঈশান মীরাকে ‘ভাবি ডল‘ বলে সম্বোধন করেন।
মন্তব্য চালু নেই