নদীর মাঝে ৫০০ মিটার দীর্ঘ কাঠের সেতু
পাহাড়ি নদীর ওপর দিয়ে চলে গেছে ৫০০ মিটার দীর্ঘ কাঠের সেতু। হাত বাড়ালে ছোঁয়া যায় নদীর নীল জল। সেতুর ওপর দিয়ে হাটলে মনে হবে নদীর ওপর দিয়ে হেটে যাচ্ছেন আপনি। আর চারপাশের অপরুপ প্রাকৃতিক দৃশ্যের কথা নাইবা বললাম।
চলতি মাসের প্রথম দিকে চীনের হুবেই প্রদেশের জুয়ান জেলার সিজিগুয়ানে নদীর ওপর দিয়ে কাঠের তৈরি এই সেতুটি উদ্বোধন করা হয়েছে। সেতুটির ওপর দিয়ে যাতায়াত ও মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখতে প্রতিদিনই শত শত পর্যটক ভীড় করছেন।
একটা সময় পার্বত্য ওই এলাকাটি দেখতে হলে নৌকা ছাড়া কোনো গতি ছিলো না পর্যটকদের। এখন নদীর ওপর দিয়ে হাটতে হাটতেই তারা পুরো এলাকা ভ্রমণ করতে পারবেন। কাঠের তৈরি ওই সেতুটি ওঠার পর পর্যটকদের মনে হবে যেন তারা পানির ওপর দিয়েই হাঁটছেন।
মন্তব্য চালু নেই