নদীতে মানুষের মৃত্যু কি জনশক্তি রপ্তানির নমুনা

দেশে একদলীয় গণতন্ত্র চলছে’ মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ‘বাংলাদেশে এখন বহুদলীয় গণতন্ত্র নেই। এক দলের হাতেই চলছে সবকিছু।’

রোববার জাতীয় পার্টির বনানী কার্যালয়ে জাতীয় শ্রমিক পার্টির সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এরশাদ বলেন, ‘ঘরে বাইরে বেকার, বেকারত্বের মহোৎসব চলছে। বেকারত্বের অভিশাপ দেশকে শেষ করে ফেলছে। চারদিকে দুর্নীতি, অবক্ষয় আর সন্ত্রাসে পরিপূর্ণ হয়ে আছে। দেশটা ক্রমেই হারিয়ে যাচ্ছে ধ্বংসের দিকে। এভাবে দেশ চলতে পারে না।’

বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘এ সরকার জনশক্তি রপ্তানির কথা বলছে। অথচ রপ্তানির নামে মানুষ নদীতে মরছে, বিদেশ গিয়ে ফিরে আসছে। এটা জনশক্তি রপ্তানির নমুনা?’

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘মানুষ পরিবর্তন চায়। এদেশে পরিবর্তন আসবেই। আমরা আরও একবার সুযোগ চাই। এদেশের মানুষকে সুবিচার ও সুশাসন দেবো।’

জাতীয় শ্রমিক পার্টির সভাপতি শাহ আলম তালুকদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য আবু হোসেন বাবলা, এসএম ফয়সাল চিশতী প্রমুখ।



মন্তব্য চালু নেই