নদীতে পড়া মাত্রই জমে বরফ হয়ে গেল শেয়াল!
এক শিকারির চোখে পড়ে প্রথম। তিনি দেখেন একটি বরফের বড় টুকরো ভেসে যাচ্ছে দানিয়ুব নদীতে। একটু খুঁটিয়ে দেখতে গিয়ে ওই শিকারির চোখে পড়ে সেই বরফের বড় টুকরোটার মধ্যে রয়েছে একটা শেয়াল। জমে বরফ হয়ে গিয়েছে গোটা দানিয়ুব নদী।
তবে ওই শিকারি জানিয়েছেন, এর আগেও তিনি দানিয়ুবে বরফে জমে যাওয়া হরিণ আর জমে যাওয়া বুনো ভল্লুক দেখেছেন।-আনন্দবাজার
মন্তব্য চালু নেই