নতুন হেয়ারস্টাইলে বিরাট ‘রোনাল্ডো’ কোহলি

বিরাট কোহলি, না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? চোখে ধাঁধা লাগতে বাধ্য৷ মেলবোর্নে এমনই চুলের ছাঁট দিয়েছেন ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান৷

বিরাট এবার রোনাল্ডো৷ ফর্মে দুরন্ত প্রত্যাবর্তনের পর এবার নয়া স্টাইল স্টেটমেন্ট৷ নতুন রূপে বিরাট-রাজ৷ মেলবোর্নের এক নামজাদা পার্লারেই বদলে ফেললেন চুলের ছাঁট৷ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হেয়ার ড্রেসার টোনি অ্যান্ড গাইয়ের সালোন মেলবোর্নেই বিরাট-বিবর্তন৷

 

টিম হোটেল থেকে হেডফোন কানে এদিন খোশমেজাজেই বের হতে দেখা গেল বিরাটকে৷ কিছুক্ষণ অপেক্ষা করলেন ট্যাক্সির জন্য৷ টোনি অ্যান্ড গাইয়ের সালোন মেলবোর্নের সামনেই বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলেন৷ তারপর, ঢুকে গেলেন ভিতরে৷ হেয়ারস্টাইলের উপর একটি বই হাতে নিয়ে পাতা ওল্টাতে থাকলেন৷ হেয়ার ড্রেসার এসে বেশ কিছুক্ষণ কথাও বললেন তাঁর সঙ্গে৷ একঘণ্টা ধরে চলল চুলের ছাঁট৷

পার্লার থেকে যখন বের হলেন, তখন বিরাট কোহলি না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো…চেনাই দায়৷ তাঁর এই নয়া হেয়ারস্টাইল অনেকটাই পর্তুগিজ মহানক্ষত্রের মত৷ নতুন হেয়ারস্টাইল কি বিশ্বকাপে তাঁর লাকি চার্ম হয়ে দাঁড়াবে? আশাবাদী ক্রিকেটভক্তরা৷



মন্তব্য চালু নেই