নতুন লুকে গেইলের চমক

ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল মানেই চমক। কখনও ত্রিশ গজে আবার কখনও ত্রিশ গজের বাইরে। ব্যাট হাতে মাঠে নামলে চার-ছক্কা হাঁকিয়ে দর্শকদের মজা দেন।

আবার মাঠের বাইরেও বিভিন্ন সময়ে নিজের লাইফস্টাইল দিয়ে ভক্তদের চমক দেন।

এবার ভিন্ন লুকে দর্শকদের সামনে হাজির হয়ে চমক দেখালেন এ ক্যারিবীয় ব্যাটসম্যান। বড়দিনের আগে শনিবার তার ইনস্টাগ্রামে নিজের নতুন লুকের ছবি প্রকাশ করেছেন।

নতুন লুকে গেইলঅনেক দিন ধরে গেইলকে ঝাঁকড়া চুল আর মুখভর্তি কালো দাঁড়ি এই চেহারায় দেখে আসছেন ভক্তরা। তবে নতুন লুকে সেই ঝাঁকড়া চুল আর নেই। মুখোর কালো দাঁড়ি হয়ে গেছে সাদা। চোখে দিয়েছেন কালো চশমা।

ছবি দেখে বোঝার উপায় নেই তিনি ক্যারিবীয় ব্যাটিং দানব গেইল। ছবিতে গেইলের সঙ্গে রয়েছেন তার স্ত্রী ও সন্তান।



মন্তব্য চালু নেই